রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন
বিডিসিলেট ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখায় বাড়ির পাশের খালে ডুবে আহমদ (৫) নামের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার সন্ধ্যায় বড়লেখা থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত আহমদ উপজেলার তালিমপুর ইউনিয়নের বড়ময়দান গ্রামের দুবাই প্রবাসি ছফর উদ্দিনের ছেলে।
জানা গেছে, রোববার দুপুরে শিশু আহমদ খাওয়া-দাওয়া করে খেলতে যায়। এরপর তাকে খোঁজে পাওয়া যায়নি। বিকেল সাড়ে চারটার দিকে স্বজনরা বাড়ির পাশের খাল থেকে তার মরদেহ উদ্ধার করেন। বাবার সাথে মায়ের মনোমালিন্য থাকায় ৪/৫ বছর ধরে মা সায়না বেগম নানাবাড়িতে থাকছেন। আহমদ সৎ মায়ের সাথে বাবার বাড়িতে বসবাস করছিল।
বড়লেখা থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, খবর পেয়ে পুলিশ নিহত শিশুর মরদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে শিশুটি পানিতে ডুবে মারা গেল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে।