রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম ::
মাদক ব্যবসার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার আজহারীর মাহফিল থেকে ফেরার পথে শিক্ষার্থীর মৃত্যু সুনামগঞ্জে ১৯জন হাফেজকে সংবর্ধনা আজহারীর মাহফিলের আগেই কানায় কানায় পূর্ণ মাঠ সৌদি আরবে ২১ হাজার প্রবাসী গ্রেফতার যেসব গুণ থাকলে আল্লাহর প্রিয় হওয়া যায় দুই তারকা ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা ভারতের ঠান্ডা, সর্দি-কাশির উপশমে খেতে পারেন যেসব খাবার প্রথম পর্বে ৭৩৫ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল বাংলাদেশে ঢুকে গাছের ডাল কাটল বিএসএফ সুনামগঞ্জে সীমান্তজুড়ে কঠোর অবস্থানে বিজিবি সিলেটে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ হবিগঞ্জে সীমান্ত এলাকায় সাড়ে ৭ কোটি টাকার মাদক ধ্বংস নেপালকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের লাউয়াছড়ায় পর্যটকের ভিড়ে অস্বস্তিতে বন্য প্রাণী




গাজায় স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২৮

resize - BD Sylhet News




আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বৃহস্পতিবার জানিয়েছে, মধ্য গাজা উপত্যকায় একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৮ জন নিহত ও ৫০ জনের বেশি মানুষ হয়েছে। স্কুলটি বাস্তুচ্যুত পরিবারদের জন্য আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

এদিন দেইর আল-বালাহ শহরে রেড ক্রিসেন্টের সদর দপ্তরের কাছে অবস্থিত রুফাইদা আল-আসলামিয়া স্কুলে এই হামলা হয়। হামলাস্থলের ভিডিওতে ধোঁয়া ও ধুলার মধ্যে লোকজনকে আহতদের সাহায্য করতে দৌড়াতে এবং কয়েকজন শিশুকে স্থানীয় আল-আকসা হাসপাতালে চিকিৎসা নিতে দেখা যায়।

অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের চালানো ‘নির্ভুল’ এই হামলা হামাস যোদ্ধাদের লক্ষ্য করে পরিচালিত হয়েছিল, যারা স্কুলের ভেতরে একটি ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার’ থেকে কাজ করছিল।

তারা আরো বলেছে, বেসামরিক ক্ষতি এড়ানোর জন্য তারা পদক্ষেপ নিয়েছিল এবং হামাসকে অভিযোগ করেছে। একই সঙ্গে তারা হামাসের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বেসামরিক স্থাপনার অপব্যবহারের করেছে। তবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি আগে থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

গাজা পরিচালিত হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ও ২৮ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এবং ইসরায়েলি সামরিক বাহিনীর বিরুদ্ধে ‘নতুন হত্যাকাণ্ড’ করার অভিযোগ তুলেছে।

গাজা উপত্যকাজুড়ে যুদ্ধ শুরুর পর থেকে ১৯ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে এবং অনেক স্কুল আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার প্রতিক্রিয়ায় গাজায় হামাসকে ধ্বংসের জন্য এই অভিযান শুরু করে। হামাসের সেই হামলায় প্রায় এক হাজার ২০০ মানুষ নিহত এবং ২৫১ জন জিম্মি হয়েছিল।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজায় এ যুদ্ধে এখন পর্যন্ত ৪২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। সূত্র : বিবিসি

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD