শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম ::
সিলেটে সেই রিজেন্ট পার্ক রিসোর্টকাণ্ডে মামলা, আসামি ছাত্রদল নেতাসহ ৩০০ সিলেট ওসমানী হাসপাতাল এলাকা থেকে বৃদ্ধ “নি খোঁ জ” বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের শনিবার সিলেটে ১৫০ এলাকায় বিদ্যুৎ থাকবে না! বেকারত্বে ভেঙে পড়ছে বিপ্লবী ছাত্রদের স্বপ্ন উপদেষ্টারা কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে: আসিফ মাহমুদ যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের বিশ্বের প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইক উন্মোচন খালি পেটে গাজরের রস খাওয়ার উপকারিতা হবিগঞ্জে দেখা মিলেছে ভালুক, জনসাধারণ চলাচলে সতর্কতা জারি শাল্লায় রাস্তার কাজে লাখো মানুষের আনন্দের জোয়ার লিবিয়ায় ৪৫ লাখেও বাঁচানো গেল না রাকিবের প্রাণ উত্তম রিজিকের জন্য দোয়া ও করণীয় স্বামীকে নিয়ে তনির আবেগঘন স্ট্যাটাস বিজিবি-বিএসএফ শীর্ষ পর্যায়ের বৈঠক ফেব্রুয়ারিতে




সিলেটে ৬৪ লক্ষ টাকার ভারতীয় চোরাই মাল আটক

461514616 1096059542144016 3234890655615654080 n - BD Sylhet News




বিডিসিলেট প্রতিবেদক : জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অভিযানে প্রায় ৬৪ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চিনি এবং বিবিধ চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, ০৯ অক্টোবর দুপুর ১টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের আখালিয়াস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল সিলেট-কানাইঘাট সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে বিজিবি টহল দল সন্দেহভাজন বালু ভর্তি একটি ট্রাককে সিগন্যাল প্রদান করে। ট্রাকটি বিজিবি’র সিগন্যালকে উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল চলন্ত ট্রাকটিকে ধাওয়া করে। পরে আনুমানিক দুপুর ২টায় মালিগ্রাম নামক স্থানে হতে ট্রাকটি আটক করতে সক্ষম হয়। এ সময় বালির স্তরের নিচে অভিনব কৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় চিনি’র বস্তা অস্তিত্ব পাওয়া যায়।

বিজিবি জানায়, আটককৃত চিনি ও ট্রাকের বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।

এর আগে বুধবার ভোর ৪টায় অপর একটি অভিযানে জৈন্তাপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী ঘিলাতৈল নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৭ টি ভারতীয় গরু আটক করে। যার বাজার মূল্য ৪ লক্ষ ৯০ হাজার টাকা।

এছাড়াও গত দুইদিনের অভিযানে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ জৈন্তাপুর, লালাখাল, সুরাইঘাট ও লোভাছড়া বিওপির পৃথক পৃথক ৩টি টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে ২৮০০ কেজি এবং ০১ টি সিএনজি আটক করে। যার বাজার মূল্য ৯ লক্ষ ২০ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৬৪ লক্ষ ১০ হাজার টাকা। আটককৃত মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করা হবে।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খন্দকার মোঃ আসাদুন্নবী পিএসসি বলেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরো বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD