শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন
বিডিসিলেট ডেস্ক : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে স্মারকলিপি পেশ করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৮সেপ্টেম্বর) দুপুর ১২টায় সিলেট জেলা প্রশাসক জনাব শের মুহাম্মদ মাহবুব মুরাদ এর মাধ্যমে স্মারকলিপি পেশ কালে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা আহ্বায়ক আবু জাফর,বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর বেলাল হোসেন, সিমান্ত দাশ, আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, আনোয়ার হোসেন কুটি, প্রমূখ।
স্মারকলিপিতে ১০দফা দাবি উল্লেখ করা হয়। দাবিগুলো হলো ১।গণ অভ্যুত্থানে নিহত ও আহত শ্রমিকদের তালিকা প্রণয়ন, ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসন ২। জাতীয় ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠন,বাজার দরের সাথে সঙ্গতি রেখে মজুরি নির্ধারণ ও রেশন দরে নিত্যপণ্য সরবরাহ ৩। শ্রম আইনের শ্রম স্বার্থ বিরোধী ধারাসমূহ বাতিল ৪।স্হায়ী প্রতিষ্ঠানে আউট সোর্সিং প্রথা বাতিল ও ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান ৫।সকল ক্ষেত্রে ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা ৬। মজুরি নিয়ে শ্রমিক হয়রানি, ছাঁটাই ও নির্যাতন বন্ধ ৭। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত ও দুর্ঘটনায় মৃত্যু হলে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ ৮।সকল শ্রমিকের জন্য পেনশন প্রথা চালু ৯। সিন্ডিকেট বন্ধ করে প্রবাসী শ্রমিকদের প্রবাস গমন ব্যায় কমানো ও সহজ করা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা ১০। আধুনিক শিল্প ও চাহিদার সঙ্গে তাল মিলিয়ে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ রাষ্ট্রীয়ভাবে নেওয়া।