সোমবার, ১২ এপ্রিল ২০২১, ০৮:৫৮ পূর্বাহ্ন
বিডি সিলেট নিউজ ডটকম::বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার (১১ নভেম্বর)।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি।
এশিয়া মহাদেশের সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর যুবলীগের আলোচনা সভায় যোগ দিতে আজ বুধবার (১১ নভেম্বর) সিলেটে আসছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) শাখাওয়াত হোসেন শফিক।
আজ বুধবার বিমানযোগে সিলেটে পৌছেই তিনি প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন। দুপুর ২টায় সিলেট জেলা পরিষদের হল রুমে জেলা ও মহানগর যুবলীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা (ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত) শফিউল আলম চৌধুরী নাদেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখবেন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান,বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি। এতে সভাপতিত্ব করবেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সঞ্চালনা করবেন সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.শামীম আহমদ ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।