রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। যদিও অভিনয় থেকে এখন দূরেই আছেন তিনি। কিন্তু অভিনয়ের বাইরেও এই নায়িকাকে নিয়ে আলোচনা চলে। মূলত তার ব্যক্তী জীবন এবং শাকিব খানকে ঘিরেই আলোচনা। তবে এবারে নতুন শুরু করতে যাচ্ছেন জানালেন অভিনেত্রী নিজেই। অভিনয়ের বাইরে গিয়ে উপস্থাপনা করবেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে উপস্থাপকের ভূমিকায় অনুষ্ঠান সঞ্চালনা করার কথা জানালেন অপু বিশ্বাস।
বিষয়টি নিয়ে অপু বিশ্বাস বলেন, এতদিন যারা আমাকে প্রশ্ন করেছেন, এবার আমি তাদের প্রশ্ন করব। এটা নতুন ধরনের এক অভিজ্ঞতা। আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে একটি করে পর্ব প্রকাশ হতে থাকবে। এক নতুন পরিচয়ে হাজির হচ্ছি আমি, তাই আমার নিজেরও এক ধরনের নার্ভাসনেস ও কৌতূহল তৈরি হচ্ছে।
অপু জানান, নিজের ইউটিউব চ্যানেলের জন্য বেশ কিছু প্রোগ্রাম নির্মাণ করার পরিকল্পনা সাজিয়েছেন এই নায়িকা। যেখানে গণমাধ্যমকর্মী থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে আসবেন। কাদেরকে অতিথি হিসেবে আনবেন জানতে চাইলে অপু বলেন প্রথম ধাপে গণমাধ্যমকর্মী ও চলচ্চিত্র নির্মাতাদের অতিথি করে এনেছি, তাদের প্রশ্ন করেছি। দারুণ সব প্রশ্নোত্তরে অনেক কিছুই জানা যাবে। দর্শকরাও বেশ আনন্দ পাবেন।
প্রসঙ্গত, অপু বিশ্বাসের বেশিরভাগ সিনেমা শাকিব খানের সঙ্গে। সিনেমায় অভিনয় করতে গিয়েই শাকিবের প্রেম ও বিয়ে। এই দুই তারকার বিচ্ছেদ হয়ে গিয়েছে। এই প্রাক্তন তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়। বর্তমানে একমাত্র সন্তান জয়কে নিয়েই ব্যস্ত অভিনেত্রী। অন্যদিকে, অপু বিশ্বাস অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ছায়াবৃক্ষ’। এতে তার বিপরীতে অভিনয় করেন অভিনেতা নিরব হোসেন। পরিচালনায় ছিলেন বন্ধন বিশ্বাস। বাংলাদেশ সরকারের অনুদানের এ সিনেমায় চা শ্রমিকদের জীবন সংগ্রামের গল্প তুলে ধরা হয়।