শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
বিডিসিলেট প্রতিবেদক : সিলেট মহানগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আরজু মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে । শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মেন্দিবাগ এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে তিনি মারা যান।
মো. আরজু মিয়া (৩৫) হবিগঞ্জের সদর থানার রিচি গ্রামের রশিদ মিয়ার ছেলে।
মহানগরের আম্বরখানায় এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন আরজু মিয়া।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ওই যুবক একটি বাসার বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।