শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন

শিরোনাম ::
আমেরিকায় সড়ক দুর্ঘটনায় ছাতকের বাবা-ছেলে নিহত গ্রেফতার – ২, পূজামণ্ডপে ইসলামী সংগীত পরিবেশ ৬ মাসে কুরআন হাফেজ হলেন ইমদাদুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন চার পরিচালক নিয়োগ বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সেই পঁচাত্তর পরবর্তী পরিস্থিতিই ফিরে এসেছে আওয়ামী লীগে গাজায় স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২৮ মুলতানে অবিশ্বাস্য হারের পথে পাকিস্তান! ভিটামিন বি ১২ কেন গুরুত্বপূর্ণ শ্রীমঙ্গলে রিসোর্ট থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার সিলেটে বিজিবি’র অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ কোনো ভাঙনই সুখের নয়: শাকিব খান যেভাবে লুকিয়ে অন্যের ইনস্টাগ্রাম স্টোরি দেখবেন সাতদিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৫০ বাংলাদেশি




সিলেটে পাসপোর্ট অফিসে ঘুষখোরদের অপসারণের দাবি

4 1727689871 - BD Sylhet News




বিডিসিলেট ডেস্ক : সিলেটে পাসপোর্ট অফিসে ঘুষখোর ও দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণের দাবি জানিয়ে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার আয়োজনে পদযাত্রা অনুষ্ঠিত হয়।

পদযাত্রাটি সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনার হতে বিভাগীয় পাসপোর্ট অফিস অভিমুখে রওনা দেন। এ সময় সংস্থাগুলো তাদের পাঁচটি দাবি তুলে ধরে। দাবিগুলো হলো-

ক) অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে পাসপোর্ট অফিসে যাওয়া নিশ্চিত করতে হবে।
খ) পাসপোর্ট যেদিন ডেলিভারি দেওয়ার কথা সেদিন দিতে হবে, পরবর্তীতে যেন হয়রানি না হয় তা নিশ্চিত করতে হবে।
গ) অনলাইনের মাধ্যমে সব কাগজপত্র জমা দেওয়ার সিস্টেম চালু করতে হবে।
ঘ) পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বন্ধ করতে হবে।
ঙ) পাসপোর্ট অফিসে ভিআইপি পরিচয় ব্যক্তি বলে অনেকে সুযোগ-সুবিধা নেয় তাহা বন্ধ করতে হবে।

পদযাত্রায় উপস্থিত ছিলেন মো. এহসানুল হক তাহের, সভাপতি কার্যকরী কমিটির সিলেট কল্যাণ সংস্থা, প্রতিষ্ঠাতা সভাপতি সিলেট কল্যাণ সংস্থা, যুব কল্যাণ সংস্থা, সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা।

এ ছাড়া আলহাজ মুক্তার আহমেদ তালুকদার বিভাগীয় কমিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি নাগপুর হোসাইন, সিনিয়র সহ সভাপতি বিভাগীয় কমিটি, আব্দুর রহমান সিনিয়র সহ-সভাপতি সুনামগঞ্জ জেলা কমিটি, গণেন্দ্র চন্দ্র দেশমুখ, কথা সাহিত্যিক ও কবি। মো. রফিকুল ইসলাম সীতাব, সাধারণ সম্পাদক সিলেট মহানগর কমিটি সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা জানান, সাধারণ জনগণের টাকায় পরিচালিত সর্বপ্রকার সরকারি অফিস থেকে রাজনীতি বন্ধ করতে হবে। এ ছাড়া বাংলাদেশকে স্বনির্ভর করতে সর্বস্তরের ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও দখলবাজদের রাষ্ট্রদ্রোহী হিসেবে ঘোষণার দাবি জানান তারা।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD