মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম ::
সকল ফাঁসির আসামীদের পূর্ণ বিচারের আগ পর্যন্ত সাধারণ জীবনযাপনের দাবিতে মানববন্ধন নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস উঠছে: বাসদ সিলেটে নদী থেকে ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার টাংগুয়ার হাওরে ৮ লাখ টাকার জাল, নৌকাসহ আটক ১৬ মালয়েশিয়ায় বিস্ফোরণে অগ্নিদগ্ধ ৩ বাংলাদেশির মৃত্যু সিলেটে চিনিকান্ডে দুই বিএনপি নেতা স্থায়ী বহিস্কার আ.লীগের যেসব নেতা গ্রেফতার হয়েছেন এইচএসসি পরিক্ষায় ৫৬ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল খাবার ধীরে ধীরে খাওয়ার উপকারিতা সিলেট শিক্ষাবোর্ডে পাশের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৭.৭৮ শতাংশ সাংবাদিক হেনা মমোর পিতার মৃত্যুতে অনলাইন প্রেসক্লাবের শোক সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় আপেল জব্দ বড়লেখায় খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার মৌলভীবাজারে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১




মরুর দেশে যেকারনে উড়ে গেলেন ভারতীয় তারকারা?

Untitled 6 copy 6 - BD Sylhet News




বিনোদন ডেস্ক : গত কয়েক দিন ধরে দেশ ছাড়ছেন ভারতের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা। এরই মধ্যে একঝাঁক তারকা সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন। গতকাল সকালে দুবাইয়ের উদ্দেশ্যে ভারত ছাড়েন বলিউড বাদশা শাহরুখ খান। মুম্বাই এয়ারপোর্টে দেখা যায় তাকে।

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন দারুণ ব্যস্ত সময় পার করছেন। প্যারিস ফ্যাশন উইক থেকে ফিরেই মেয়ে আরাধ্যকে নিয়ে আজ দুবাইয়ের উদ্দেশ্যে ভারত ছাড়েন এ অভিনেত্রী। তা ছাড়াও রেখা, করন জোহর, মল্লিকা শেরাওয়াত, ভিকি কৌশল, জাহ্নবী কাপুর, কৃতি স্যানন, ববি দেওলসহ একঝাঁক তারকা পাড়ি জমিয়েছেন মরুর দেশে। কিন্তু সবাই কেন দুবাই উড়ে গেলেন?

ডিএনএ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, তৃতীয়বারের মতো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে ‘ইন্টারন্যাশনাল ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস ২০২৪’ (আইফা)। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুবাইয়ের ইয়াস দ্বীপে শুরু হয়েছে অনুষ্ঠানটি। আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত এ অনুষ্ঠান চলবে। বলিউড ছাড়াও এতে যোগ দিয়েছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির (তেলেগু, মালায়ালাম, কন্নড়) তারকারা।

আইফা অ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতা-পরিচালক আন্দ্রে টিমিনস বলেন, ‘এ অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে পারফর্ম করবেন রেখা। ১৫০ জন নৃত্যশিল্পীর সঙ্গে ২২ মিনিট পারফর্ম করবেন তিনি। এজন্য দিন-রাত পরিশ্রম করছেন তিনি। তার পোশাক ডিজাইন করেছেন মনীষ মালহোত্রা। তা ছাড়াও ভিকি কৌশল, ববি দেওল, অনিল কাপুর, কৃতি স্যানন, শহিদ কাপুর এ মঞ্চে পারফর্ম করবেন।’

আইফা অ্যাওয়ার্ডসের ২৫তম আসর বসবে ভারতের জয়পুরে। ২০২৫ সালের ৭-৯ মার্চ অনুষ্ঠিত হবে এটি। আইফা অ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতা-পরিচালক আন্দ্রে টিমিনস বলেছেন, ‘২৫তম আসরে খানত্রয়ীকে (সালমান খান, শাহরুখ খান এবং আমির খান) একত্রিত করার পরিকল্পনা করেছি।’

২০০০ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় আইফা অ্যাওয়ার্ডস। এটি যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল। এরপর জোহানেসবার্গ, সিঙ্গাপুর, আমস্টারডাম, দুবাই, ইয়র্কশায়ার, থাইল্যান্ড, ম্যাকাও, টরন্টো, ব্যাংককের মতো জায়গায় অনুষ্ঠিত হয় এই পুরস্কার প্রদান অনুষ্ঠান।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD