শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন
বিডিসিলেট ডেস্ক : পাকিস্তানে একটি তেল কম্পানির হেলিকপ্টার শনিবার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছে। উড্ডয়নের সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে। কম্পানি সূত্র এ তথ্য জানিয়েছে।
হেলিকপ্টারটিতে ১৪ জন আরোহী ছিল, যার মধ্যে তিনজন রুশ পাইলট ও ক্রু সদস্য ছিলেন।
এ দলের সদস্যরা কাছাকাছি একটি তেলক্ষেত্র পরিদর্শনে গিয়েছিলেন। এটি আফগানিস্তান সীমান্তের কাছে খাইবারপাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে বিধ্বস্ত হয়।
মারি পেট্রোলিয়াম কম্পানি (এমপিসি) এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনায় ছয়জন নিহত এবং আটজন আহত হয়েছে। ইঞ্জিনের ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
তবে কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। আহতদের চিকিৎসার জন্য সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এমপিসি ওয়েবসাইট থেকে জানা যায়, এটি পাকিস্তানের অন্যতম বৃহৎ পেট্রোলিয়াম অনুসন্ধান ও উৎপাদনকারী কম্পানি, যার এখনো সম্পূর্ণ সম্পদ-সম্ভাবনা উন্মোচিত হয়নি।