শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১০:০৫ অপরাহ্ন
বিডিসিলেট প্রতিবেদক : সিলেট বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) ভোররাতে মহানগররের শাহী ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুবেল মিয়া (২৪) শাহী ঈদগাহ এলাকার মতিউর রহমানের ছেলে।
বিষয়টি বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহানগরের পূর্ব শাহী ঈদগাহস্থ শিল্প একাডেমি ভবনের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে সে কি কারণে সেখানে গিয়েছিলো তা জানা যায়নি।