শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৮:৪৬ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:: জন্মদিন উপলক্ষে এক সরকারি স্কুলের ছাত্রীদের ওপর বিয়ারপান করার অভিযোগ উঠেছে। ভারতের ছত্তিশগড়ের বিলাসপুর জেলার একটি স্কুলে এমন ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে স্কুলের ছাত্রীদের বিয়ারপানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এরপরই আলোচনার সৃষ্টি হয় রাজ্যজুড়ে।
ভাইরাল হওয়া ভিডিওটি ছত্তিশগড়ের বিলাসপুর জেলার মাস্তুরি এলাকার একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের। গত ২৯ জুলাই, ক্লাসরুমে কয়েকজন ছাত্রী তাদের সহপাঠীর জন্মদিন পালন করে। পার্টি চলাকালীন তারা বিয়ার পান করে বলে অভিযোগ। পরে এক ছাত্রী সেই ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে।