মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৯:০১ অপরাহ্ন

শিরোনাম ::
সকল ফাঁসির আসামীদের পূর্ণ বিচারের আগ পর্যন্ত সাধারণ জীবনযাপনের দাবিতে মানববন্ধন নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস উঠছে: বাসদ সিলেটে নদী থেকে ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার টাংগুয়ার হাওরে ৮ লাখ টাকার জাল, নৌকাসহ আটক ১৬ মালয়েশিয়ায় বিস্ফোরণে অগ্নিদগ্ধ ৩ বাংলাদেশির মৃত্যু সিলেটে চিনিকান্ডে দুই বিএনপি নেতা স্থায়ী বহিস্কার আ.লীগের যেসব নেতা গ্রেফতার হয়েছেন এইচএসসি পরিক্ষায় ৫৬ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল খাবার ধীরে ধীরে খাওয়ার উপকারিতা সিলেট শিক্ষাবোর্ডে পাশের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৭.৭৮ শতাংশ সাংবাদিক হেনা মমোর পিতার মৃত্যুতে অনলাইন প্রেসক্লাবের শোক সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় আপেল জব্দ বড়লেখায় খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার মৌলভীবাজারে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১




আমিরাতে ভবন ধসে দুই বাংলাদেশি শ্রমিক নিহত

uae death 20240910134244 - BD Sylhet News




মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আরব আমিরাত থেকে : সংযুক্ত আরব আমিরাতের শারজায় একটি নির্মাণাধীন স্কুল ভবনের ছাদ ধসে আবদুস সামাদ (৪৩) ও ফরিদ হোসেন ইমেল (৩১) নামে দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় এক পাকিস্তানিও নিহত হয়েছেন। এসময় আরবের দুই নাগরিক আহত হন।

নিহত আবদুস সামাদ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কুরবানপুর ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকার মোহাম্মদ রফিকের ছেলে। নিহত অন্যজন হলেন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পূর্ব শোশালিয়া ৮ নম্বর ওয়ার্ডের দাশঘড়িয়ার বেলাল হোসেনের ছেলে ফরিদ হোসেন ইমেল। আবদুস সামাদের পরিবারে এক মেয়ে, এক ছেলেশিশু ও স্ত্রী রয়েছেন। অন্যদিকে ইমেলের পরিবারে অসুস্থ ছেলেশিশু ও স্ত্রী রয়েছেন।

জানা যায়, রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে শারজাহর কালবা শহরে ওই সরকারি স্কুলের ছাদ ঢালাইয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই ফুজাইরার আল হিল সানাইয়া এলাকায় থাকতেন। সামাদ ১৫ বছর ধরে এবং ইমেল ৫ বছর ধরে আমিরাতে থাকতেন।

তারা পেশায় ছিলেন ওয়েল্ডিং টেকনিশিয়ান। সামাদ ফুজাইরার আল জাইদি ওয়েল্ডিং ওয়ার্কস এবং ইমেল আল জাহান ওয়েল্ডিং ওয়ার্কস কোম্পানিতে কাজ করতেন। তাদের মরদেহ বর্তমানে শারজাহর কালবা হাসপাতালের হিমঘরে রয়েছে।

স্থানীয় ইংরেজি দৈনিক খালিজ টাইমস ও শারজাহ পুলিশ বলছে, দুর্ঘটনার পর পুলিশ, সিভিল ডিফেন্স ও ক্রাইম সিন টিম হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। কিন্তু দুর্ঘটনাস্থলেই দুই বাংলাদেশির মৃত্যু ঘটে। বাকি তিনজনকে হাসপাতালে স্থানান্তর করা হলে রাতে তাদের মধ্যে এক পাকিস্তানি মারা যান। পুলিশ ঘটনা তদন্ত করছে।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD