শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৮:৪৩ অপরাহ্ন

শিরোনাম ::
আমেরিকায় সড়ক দুর্ঘটনায় ছাতকের বাবা-ছেলে নিহত গ্রেফতার – ২, পূজামণ্ডপে ইসলামী সংগীত পরিবেশ ৬ মাসে কুরআন হাফেজ হলেন ইমদাদুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন চার পরিচালক নিয়োগ বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সেই পঁচাত্তর পরবর্তী পরিস্থিতিই ফিরে এসেছে আওয়ামী লীগে গাজায় স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২৮ মুলতানে অবিশ্বাস্য হারের পথে পাকিস্তান! ভিটামিন বি ১২ কেন গুরুত্বপূর্ণ শ্রীমঙ্গলে রিসোর্ট থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার সিলেটে বিজিবি’র অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ কোনো ভাঙনই সুখের নয়: শাকিব খান যেভাবে লুকিয়ে অন্যের ইনস্টাগ্রাম স্টোরি দেখবেন সাতদিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৫০ বাংলাদেশি




আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করুন: বাম দলসমূহ

9695c73a 180c 4ef8 86a4 724ac01aa9fa - BD Sylhet News




বিডিসিলেট ডেস্ক : বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ছাত্র গণঅভ্যুত্থান হত্যাকাণ্ডের বিচার, আইন শৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক করা,নিত্য পণ্যের দাম কমানোসহ অন্যান্য দাবিতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১০সেপ্টেম্বর) বিকাল ৫টায় সিলেট সিটি পয়েন্টে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চৌহাট্টাস্হ শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

সিলেট জেলা সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন এর সভাপতিত্বে ও বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর শাখার সভাপতি এডভোকেট জাকির আহমদ, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক সিরাজ আহমদ, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সঞ্জয় কান্ত দাশ, বিপ্লবী কমিউনিস্ট,সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডাঃ হরিধন দাশ,উদীচী জেলা সাধারণ সম্পাদক মিন্টু যাদব, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর জাহেদ আহমদ,ছাত্র ইউনিয়নের মনীষা ওয়াহিদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সুমিত কান্তি ধর পিনাক প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে অবিলম্বে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার ও হত্যার সাথে জড়িতদের সম্পদ বাজেয়াপ্ত করার আহ্বান জানান। বক্তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, সাম্প্রদায়িক হামলা -লুটতরাজ-ভাংচুর-দখলদারিত্বের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান।

বক্তারা বলেন বর্তমান সরকার ছাত্র গণঅভ্যুত্থান মাধ্যমে গঠিত হয়েছে ; কোন দলের একক আন্দোলন সফল নয়।তাই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোকদের পরিবর্তে দল নিরপেক্ষ,যোগ্য লোকদের নিয়োগ দেওয়ার আহ্বান জানান।

বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, বিদ্যুতের ঘনঘন লোডশেডিং বন্ধের আহ্বান জানান।

বক্তারা সংস্কারের রূপরেখা নিয়ে রাজনৈতিক দল সমূহের আলাপ ও সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তনের আহ্বান জানান।

বার্তা প্রেরক
প্রণব জ্যোতি পাল
০১৭১৬১৫৮৫৩৫
১০.০৯.২০২৪

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD