মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন
বিডিসিলেট প্রতিবেদক : সিলেটের কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কানাইঘাটের সড়কের বাজারে এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন (২৫) জকিগঞ্জের কাজলশার ইউনিয়নের গোটারগ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সোমবার বিকেল সাড়ে ৩টার সড়কের বাজার এলাকায় মোটরসাইকেল আরোহী দেলোয়ার হোসেনকে বিপরীত দিক থেকে আসা একটি কোম্পানির গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের পরিবারের ঘনিষ্টজন সাংবাদিক এনামুল হক মুন্না।