BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৪
আজকের সর্বশেষ সবখবর

সাদাপাথরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু


সেপ্টেম্বর ৩, ২০২৪ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্রে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। পর্যটকের নাম রাগিব ইয়াসার (১৯) সাভারে পরিবারের সাথে বসবাস করত। তার পিতার নাম আহসান। তাদের গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে।

রাগিবের সাথে থাকা বন্ধুরা জানিয়েছেন, সাভার থেকে কয়েকজন বন্ধু মিলে সাদাপাথর বেড়াতে এসেছিলেন। ৩রা সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় সাদাপাথর আসেন। সেখানে সবাই মিলে পানিতে গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যে রাগিব একা পানিতে নেমে যায়। বাকিরা সবাই পানিতে নামার আগে হঠাৎ দেখি স্রোতে তলিয়ে যাচ্ছে সে। তখন সবাই পানিতে ঝাপিয়ে পড়ে খুঁজাখুঁজি করে। পরে স্থানীয় ব্যবসায়ী ও নৌকার মাঝিরা মিলে ৩০ মিনিট খুঁজাখুঁজি করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ারসার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে রাগিব’কে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই সে মারা গেছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।