বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম ::
আমাদের সফল হতেই হবে : জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া আটক জনতার পুলিশ হিসেবে কাজ করে যেতে চাই:- এসএমপি পুলিশ কমিশনার মোদিকে কটাক্ষ করা মালদ্বীপের দুই মন্ত্রীর পদত্যাগ বোনের বিয়েতে সাই পল্লবীর নাচ, মুগ্ধ ভক্তরা মাধবপুরে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার বন্ধ করে দেওয়া হয়েছে সব ‘আয়নাঘর’: ড. ইউনূস সংস্কারের জন্য ছয় বিশিষ্টজনের নেতৃত্বে ছয় কমিশন: ড. ইউনূস তিন সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি উপদেষ্টা ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা দোয়ারাবাজার সীমান্তে ২৭৫ কেজি ইলিশ জব্দ যেসব বিদেশি নেতা ভারতে রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু সিলেট অনলাইন প্রেসক্লাবের নতুন সদস্য পদে দরখাস্ত আহ্বান দিনে কত সময় স্বামী-স্ত্রীর একসঙ্গে কাটানো উচিত?




ধূমপানের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: সিলেটের বিভাগীয় কমিশনার

IMG 20240902 WA0018 - BD Sylhet News




বিডি সিলেট :- ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের ক্ষতিকর দিকগুলো জেনেও মানুষ তা গ্রহণ করে। এর ফলে বহু মানুষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যায়।শুধু তাই সমগ্র পৃথিবীর বায়ুমন্ডল দূষিত হচ্ছে। এটি একটি বৈশ্বিক পাঠ। তাই আইনপ্রয়োগের পাশাপাশি ধূমপানের বিরুদ্ধে গণসচেতনতা ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

সিলেটে বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে করণীয় বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি এসব কথা বলেন।

( ২ সেপ্টেম্বর ) সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও পরিচালক, স্থানীয় সরকার ) দেবজিৎ সিংহ-এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ রোকন উদ্দিন, জোনাল সেটেলমেন্ট অফিসার মো. এমরান হোসেন এবং সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. জেদান আল মুসা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনিসুর রহমান।

মূল প্রবন্ধে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫; এ আইনে অপরাধ ও শাস্তিসমূহ; তামাক বা তামাকজাত দ্রব্য কি এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষ ক্ষতির দিকসমূহ বিস্তারিত আলোচনা করেন।

সেমিনারে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীবৃন্দ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির উপর অধিক গুরুত্বারোপ করেন। পাশাপাশি গণমাধ্যমসহ অন্যান্য মাধ্যমে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার বিরোধী প্রচারণার কথা উল্লেখ করেন। এছাড়াও সেমিনারে তামাক বিক্রির জন্য লাইসেন্স চালু, উন্মুক্ত স্থানে সেমিনার বা ক্যাম্পেইন করা, তামাকের প্যাকেটে লাল অক্ষরে সতর্কতামূলক বার্তা লেখা, এ বিষয়ে বেশি বেশি মোবাইল কোর্ট পরিচালনা করা, তামাকের ওপর অত্যাধিক কর আরোপের সুপারিশ করেন।

সেমিনারে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত ) গোলজার আহমদ হেলাল, পদস্থ সরকারী কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ, পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণপরিবহনের কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD