মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৪:৩৪ অপরাহ্ন
বিডি সিলেট :- ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক আব্দুল বারেক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।
আজ এক শোক বার্তায় এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, আব্দুল বারেক এর মৃত্যুতে আমি খুবই মর্মাহত ও শোকহত। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য,বুধবার (০৪ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের পালবাড়ি নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক আব্দুল বারেক নিহত হয়েছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।