বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৯ পূর্বাহ্ন
বিডিসিলেট ডটকম : সিলেটের গোয়াইনঘাটে আনন্দ মিছিলে হামলা ও গুলি করে সুমন মিয়া (২০) নামে এক যুবককে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৬০ জনের নামে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে মামলাটি দায়ের করেন নিহতের বাবা আব্দুন নুর বিলাল। তিনি গোয়াইঘাটের মাতুরতল বাজার এলাকার ফেনাইকোনা গ্রামের বাসিন্দা।
মামলার আবেদন আমলে নিয়ে সংশ্লিষ্ট থানাকে এফআইআর করার নির্দেশে দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মো. খোরশেদ আলম।
আসামিরা হলেন সিলেট-৪ আসনের সাবেক এমপি ও সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিসি ইমাম উদ্দিন সাদেক ও ঘটনার সময়ের গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলামসহ ৬০ জনের নামে মামলা করা হয়েছে। এ ছাড়া মামলায় কয়েকজন বিজিবি সদস্যকে আসামি করা হয়েছে।