বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০০ পূর্বাহ্ন

শিরোনাম ::
আমাদের সফল হতেই হবে : জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া আটক জনতার পুলিশ হিসেবে কাজ করে যেতে চাই:- এসএমপি পুলিশ কমিশনার মোদিকে কটাক্ষ করা মালদ্বীপের দুই মন্ত্রীর পদত্যাগ বোনের বিয়েতে সাই পল্লবীর নাচ, মুগ্ধ ভক্তরা মাধবপুরে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার বন্ধ করে দেওয়া হয়েছে সব ‘আয়নাঘর’: ড. ইউনূস সংস্কারের জন্য ছয় বিশিষ্টজনের নেতৃত্বে ছয় কমিশন: ড. ইউনূস তিন সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি উপদেষ্টা ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা দোয়ারাবাজার সীমান্তে ২৭৫ কেজি ইলিশ জব্দ যেসব বিদেশি নেতা ভারতে রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু সিলেট অনলাইন প্রেসক্লাবের নতুন সদস্য পদে দরখাস্ত আহ্বান দিনে কত সময় স্বামী-স্ত্রীর একসঙ্গে কাটানো উচিত?




প্রিয়াঙ্কার ভাইকে বিয়ে করলেন তেলেগু অভিনেত্রী

priyanka risingbd 2408261329 - BD Sylhet News




বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ভাই সিদ্ধার্থ চোপড়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী নীলম উপাধ্যায়। সোমবার (২৬ আগস্ট) ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বিয়ের ঘোষণা দেন নীলম।

এসব ছবিতে দেখা যায়, পিঙ্ক কালারের লেহেঙ্গায় সেজেছেন নীলম। অন্যদিকে ক্রিম কালারের শেরওয়ানিতে বর সেজেছেন সিদ্ধার্থ। কয়েকটি ছবিতে বিয়ে রেজিস্ট্রি পেপারে স্বাক্ষর ও টিপ সই দিতে দেখা যায় নবদম্পতিকে। এসব ছবির ক্যাপশনে নীলম লেখেন— ‘আমাদের ছোট হস্তাক্ষর (স্বাক্ষর) এবং আংটি অনুষ্ঠান।’

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত শুক্রবার সিদ্ধার্থ-নীলমের বিবাহোত্তর সংবর্ধনা অনু্ষ্ঠানের আয়োজন করা হয়।

গত ২৩ আগস্ট সকালে হঠাৎ মুম্বাইয়ে পা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া। পূর্ব ঘোষণা ছাড়া আকস্মিকভাবে মার্কিন মুলুক থেকে ভারতে ফেরা নিয়ে নানা রহস্য দানা বেঁধেছিল। কেউ কেউ বলছিলেন বলিউডের নতুন সিনেমার কাজের জন্য তার ভারত সফর। আদতে তা নয়, বরং ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে নিজ দেশে ফিরেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা চোপড়ার ফ্যান পেজে সিদ্ধার্থ-নীলমের বিয়ের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায়, সিদ্ধার্থ-নীলম আংটি বদল করছেন। এরপর প্রিয়াঙ্কার পা ছুঁয়ে সালাম করেন এই নবদম্পতি। এসময় তাদের পাশে ছিলেন প্রিয়াঙ্কা-সিদ্ধার্থ চোপড়ার মা মধু চোপড়াসহ অনেকে।

২০১৯ সালে ঈশিতা কুমারের সঙ্গে বাগদান সেরেছিলেন সিদ্ধার্থ চোপড়া। ধুমধাম করে এ অনুষ্ঠান সম্পন্ন করেছিলেন। বাগদানের কয়েক দিন পরই সাতপাকে বাঁধা পড়ার কথা ছিল ঈশিতা-সিদ্ধার্থের। কিন্তু বিয়ের ঠিক আগে এ বিয়ে থেকে সরে আসেন প্রিয়াঙ্কা চোপড়ার ভাই। তবে কী কারণে এ বিয়ে ভেঙেছিল তা ব্যাখ্যা করেননি প্রিয়াঙ্কার পরিবার। এ বিয়ে ভাঙার পর নীলমের সঙ্গে সম্পর্কে জড়ান সিদ্ধার্থ। গত এপ্রিলে পারিবারিক আয়োজনে বাগদান সারেন নীলম-সিদ্ধার্থ। অবশেষে আইনিভাবে বিয়ে করলেন তারা।

মুম্বাইয়ে জন্ম ও বেড়ে ওঠা নীলমের। ২০১২ সালে তেলেগু ভাষার ‘মিস্টার ৭’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে তার। এ সিনেমায় অভিনয় করে মিশ্র প্রতিক্রিয়া পান নীলম। পরের বছরই তামিল ভাষার সিনেমায় অভিনয় করেন। নীলম অভিনীত ছয়টি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD