সুনামগঞ্জ প্রতিনিধি : ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা ও ভাংচুরের প্রতিবাদে এবং হামলায় জড়িত দুর্বৃত্তদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের সাংবাদিক ও পেশাজীবী সমাজের আয়োজনে শনিবার (২৪ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় জেলার পৌর শহরের সুনামগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক সুনামকন্ঠ পত্রিকার সম্পাদক বিজন সেন রায়, সাংবাদিক লতিফুর রহমান রাজু, জসিম উদ্দিন, ঝুনু চৌধুরী, মাহবুবুর রহমান পীর, কুলেন্দ্র সংকর দাশ তালুকদার, এমরান হোসেন, মাসুম হেলাল, শামস শামিম, লুৎফুর রহমান, সেলিম আহমেদ, শাহাবুদ্দিন আহমেদ, হিমাদ্রি শেখর ভদ্র, শাহজাহান চৌধুরী, মিছবাহ উদ্দিন, একে কুদরত পাশা, মো. ফরিদ মিয়া, আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম ভূঁইয়া,শ হীদ নুর আহমেদ, কর্ন বাবু দাস, আব্দুল কাইয়ুম, নোমান আহমেদ, জিয়াউর রহমান জিয়া, ফজলুল করিম সাইদ, মহিসন রেজা মানিক, মোহাম্মদ নুরুল হাসান, আব্দুল বাছির প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৯ আগস্ট দিনে দুপুরে শতাধিক মানুষ মিছিল নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সে (বাংলানিউজ, কালেরকণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, রেডিও ক্যাপিটাল, টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোর, টি-স্পোর্টস অফিসে এসে আতর্কিত ভাবে হামলা চালিয়ে টেবিল,কম্পিউটার, এসি ভাঙচুরের পাশাপাশি মিডিয়া প্রাঙ্গণে রাখা ১৫-২০টি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এ সময় সংবাদকর্মীদের মারধর করা হয়। যা কোনো ভাবে মেনে নেয়া যা না। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। যারা গণমাধ্যমের সত্য বলার পথ বন্ধ করতে চায়, গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করতে চায়,তারা দেশ ও জাতির শত্রু। সম্মিলিতভাবে এসব অপশক্তিকে প্রতিহত করতে হবে। ঐসব হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে। মিডিয়া হাউসসহ দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামালার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।