বিডি সিলেট প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১০৫৪ বস্তা ভারতীয় চিনি ও তিনটি ট্রাকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন এর দিক-নির্দেশনায় ও অফিসার ইনচার্জ জকিগঞ্জ থানার নেতৃত্বে, এসআই(নিরস্ত্র)/জাহেদ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অত্র থানা এলাকায় অবৈধ চোরাচালান, মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ভারতীয় চিনি ট্রাকসহ তাদের কে আটক করেন।
আটককৃরা হলেন কুমিল্লা জেলার দেবীদ্বার থানা উজানীজোড়া গ্রামের সুলতান মোল্লার ছেলে পারভেজ মোশারফ (২৯), পাবনা জেলার আতাইকুলা থানার কাছারপুর গ্রামের বিলাত আলী মন্ডল ছেলে সোলাইমান মন্ডল(৩২) ও ভোলা জেলার বুরহান উদ্দিন থানার উত্তর বাটামারা গ্রামের মো: হানিফ মিয়ার ছেলে বেলাল হোসেন (৩২) কে আটক করেন।
মঙ্গলবার (৩০ জুলাই) ৮ টা ২০মিনিটে জকিগঞ্জ থানাধীন ১নং বারহাল ইউনিয়নের শাহগলি বাস স্ট্যান্ডের পূর্ব পাশে বুরহানপুর সাকিনস্থ আল-হুমাইরা কমিউনিটি সেন্টারের সামনে জকিগঞ্জ টু সিলেট মহাসড়কের উপরে চেকপোস্ট পরিচালনা করে ১০৫৪ বস্তা ভারতীয় চিনি, তিনটি ট্রাকসহ ৩ জনকে আটক করে।যার বাজার মূল্য অনুমান-৫৯ লাখ ৫৭ হাজার ৫২ টাকা।
এ বিষয়ে জকিগন্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মো: আব্দুল লতিফ তরফদার জানান, গোপন সংবাদ’র ভিত্তিতে অভিযানে ভারতীয় ১০৫৪ বস্তুা চিনি, তিনটি ট্রাকসহ তিনজনকে আটক করা হয় যার বাজার মূল্য অনুমান-৫৯ লাখ ৫৭ হাজার ৫২০টাকা। তিনি আরো বলেন এসব অভিযান অব্যহত থাকবে। আসামি তিনজন কে আদালতে প্রেরণ করা হয়েছে।