BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৩
আজকের সর্বশেষ সবখবর

বাংলাভিশনে নিয়োগ পেলেন আজমল আলী


জুলাই ৩১, ২০২৪ ২:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:- বাংলাভিশনের সিলেট অফিসের ক্যামেরাপার্সন হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আজমল আলী। ১ আগস্ট থেকে শ্যামল বাংলা মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান আব্দুল হক এবং ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ এ.কে. আনোয়ারুজ্জামান স্বাক্ষরিত নিয়োগপত্রে বাংলাভিশন কর্তৃপক্ষ তাকে সিলেট ব্যুরো অফিসের ক্যামেরাপার্সন হিসেবে নিয়োগ প্রদান করেন।

মো. আজমল আলী দীর্ঘদিন থেকে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কাজ করে আসছেন। সম্প্রতি সময়ে তিনি বাংলাভিশনে কাজ শুরু করেন। অবশেষে কর্তৃপক্ষ তাকে সিলেট ব্যুরো অফিসের ক্যামেরাপার্সন হিসেবে নিয়োগ প্রদান করেন।

মো. আজমল আলী বর্তমানে জাতীয় দৈনিক সময়ের আলো’র সিলেট ব্যুরো অফিসের ফটো সাংবাদিক, দৈনিক শ্যামল সিলেটের স্টাফ ফটোসাংবাদিক ও সিলেট প্রতিদিন ২৪ ডটকমের প্রধান ফটো সাংবাদিক হিসেবে কাজ করছেন।

সংবাদ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০১৭২৫-৫২৭৫৭৪ এবং ইমেইলে [email protected] যোগাযোগ করার জন্য সকল মহলকে অনুরোধ জানিয়েছেন মো. আজমল আলী।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।