BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:০৫
আজকের সর্বশেষ সবখবর

অলিম্পিকে বিয়ের আংটি খুইয়ে ক্ষমা চাইলেন অ্যাথলেট


জুলাই ২৯, ২০২৪ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : অলিম্পিকের উদ্বোধনীতে ইতালির পতাকা বহন করছিলেন স্বর্ণজয়ী অ্যাথলেট জিয়ানমার্কো তাম্বেরি। আর সেই মুহূর্তেই নিজের বিয়ের আংটি খুইয়ে বসেন ইতালিয়ান এই হাই জাম্পার। সিন নদীতে সেই আংটি খোঁজা অসম্ভবের নামান্তর।

তাই শেষ পর্যন্ত বিয়ের আংটি হারানোর জন্য স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তাম্বেরি। এক ইন্সটাগ্রাম পোস্টে স্ত্রী চিয়ারা বনতেম্পির উদ্দেশে গত শনিবার (২৭ জুলাই) এই অ্যাথলেট লিখেছেন, ‘আমি আমার বিয়ের আংটি (আঙুল থেকে) পড়ে যেতে দেখেছি, আমি এটাকে উড়ে যেতে দেখেছি, আমার দৃষ্টিতে সেটাকে অনুসরণ করেছি যতক্ষণ না নৌকার ভিতরে সেটা পড়ে লাফিয়ে (উঠে বাইরে চলে) গেছে।’

ক্ষমা চেয়ে তাম্বেরি লিখেছেন, ‘আমি দুঃখিত, আমি দুঃখিত প্রিয়।’ আরেকটি পোস্টে তাম্বেরির স্ত্রী জবাব দিয়েছেন এভাবে, ‘একমাত্র তুমি এটাকে (আংটি হারানো) রোমান্টিক কিছুতে পরিণত করতে পারো।’

অলিম্পিকের দীর্ঘ ইতিহাসে এবারই প্রথম স্টেডিয়ামের বাইরে হয়েছে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। অলিম্পিকের মার্চপাস্ট হয়েছে প্যারিসের সিন নদীতে বিভিন্ন জলযানের মাধ্যমে। আর তখনই তাম্বেরির আঙুল থেকে আংটি পড়ে গিয়ে নৌকায় বাউন্স করে। এরপর চলে যায় আইফেল টাওয়ারের পাশের নদীটির অতল গহ্বরে।

তবে এমন ঘটনার পর কিছুটা যেন দুঃখবিলাসও করলেন ৩২ বছর বয়সী তাম্বেরি, ‘এটা সত্যি যদি ঘটতেই হতো, আমাকে যদি এটা সত্যিই খোয়াতে হতো, আমি এর চাইতে ভালো জায়গার কথা ভাবতে পারি না। এটা আজীবনের জন্য ভালোবাসার শহরের (প্যারিস) নদীগর্ভে থাকবে। আরও বড় সোনা (পদক) নিয়ে বাড়ি ফেরার ভালো পূর্বলক্ষণ হোক এটি।’

উল্লেখ্য, অলিম্পিকে এরই মধ্যে স্বর্ণপদক জয় করেছেন তাম্বেরি। ২০২১ সালে টোকিও অলিম্পিকে হাই জাম্পে সোনা জিতেছিলেন তিনি। অলিম্পিকে পদক জয়ের পরের বছর চিয়ারার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই ইতালিয়ান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।