BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে যাত্রা শুরু করলো শাকিল রিজভী স্টক লিমিটেড


জুলাই ১৫, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্কঃ সিলেট নগরীতে শাকিল রিজভী স্টক লিমিটেড যাত্রা শুরু করেছে। নগরীর জেল রোডস্থ আনন্দ টাওয়ারে একটি নতুন শাখার সূচনার মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়। সোমবার (১৫ জুলাই ) দুপুরে ফল উৎসবের মধ্যে দিয়ে প্রতিষ্ঠানটি তাদের কাযক্রম শুরু করেছে। যাত্রাকালে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় শাকিল রিজভী স্টক লিমিটেড বাংলাদেশের পুঁজিবাজারে লেনদেনের ক্ষেত্রে একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।

শাকিল রিজভী স্টকের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত সিলেট চেম্বার অব কর্মাস-এর সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, শেয়ার বাজারে যারা বিনিয়োগ করবেন তারা যেন বুঝে শুনে বিনিয়োগ করেন, হুজুগে কোন সিদ্ধান্ত নেবেন না। হুজুগের শিকার হলে ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা রয়েছে।

এদিকে রিজভী স্টক লিমিটেড লিমিটেড-এর সিলেট অফিসের ইনচার্জ মোঃ হাসনাত ইবনে রেজা জানান, তাদের প্রতিষ্ঠানে লেনদেনে কমিশন ৪০পয়সা এবং আজ থেকে ১৭ জুলাই পর্যন্ত যারা বিও একাউন্টে খুলবেন তাদের কাছ থেকে চারশত টাকা রাখা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।