বিডি সিলেট :: সিলেটে এবার ১ লাখ কেজি ভারতীয় চোরাই চিনির বড় চালান জব্দ করা হয়েছে। যার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা! সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে অভিযান চালিয়ে এ চিনি জব্দ করে। এ সময় চিনি সহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।
আটককৃতরা হলেন – পাবনা জেলার সুজানগর থানার আন্দরকুটা গ্রামের মৃত রহিম প্রমানিক ছেলে মোঃ হাফিজুর রহমান (২৭), রাজশাহী জেলার চারঘাট থানার খরের বাড়ি গ্রামের মোঃ আত্তার আলীর ছেলে মোঃ শিমুল হক (২৯), নাটোর জেলার
নাটোর সদর নারায়ন পাড়া গ্রামের মোঃ রমজান আলীর ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৫), পাবনা জেলার পাবনা সদর থানার নাজিরপুর কাজি পাড়া গ্রামের ছেলে বাদল প্রামানিক মোঃ রফিক হোসেন (৩২), পাবনা জেলার পাবনা সদর থানার নাজিরপুর কাজি পাড়া সিরাজ সিরাই ছেলে মোঃ হাফিজুর রহমান (২৮)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (মিডিয়া অফিসার) অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল ইসলাম বলেন – আটককৃতদের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে, সিলেটের জালালাবাদ থানাধীন হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁওয়ের ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে পুলিশ ১৪টি ট্রাক ভর্তি ২ হাজার ১১৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। প্রায় পৌণে দুই কোটি টাকা মূল্যের চিনির ওই চালানের ঘটনায় এখন পর্যন্ত ৪ জন আটক হলেও মূল হোতা একজনও ধরা পড়েনি।সিলেটসহ সারা দেশে এসময় তোলপাড় শুরু হয়। এরপর কয়েকদিন চোরাকারবারীরা সতর্ক ছিল।