রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি:: সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় সানজু আহমদ (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে পুরকায়স্থ বাজার গোলাপগঞ্জ (কদমতলী) সড়কের দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সানজু আহমদ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ ছাদিরের দ্বিতীয় পুত্র। সে পেশায় একজন সিএনজি (অটোরিকশা) চালক ছিল।
জানা যায় – শনিবার দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে পুরকায়স্থ বাজার যাচ্ছিলেন তিনি। পুরকায়স্থ বাজার- গোলাপগঞ্জ (কদমতলী) সড়কের দিঘীরপাড় এলাকায় যাওয়া মাত্র বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির পিক আপ মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সানজু গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানা উপ-পরিদর্শক (মিডিয়া অফিসার) পার্থ সারথী দাস।