রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন

শিরোনাম ::
সিলেটে ২৯৮ বস্তা চোরাই চিনিসহ আটক ২ সুদের টাকা দিয়ে ট্যাক্স আদায় করা যাবে কি? সুনামগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুর আটক বিপিএলে প্লে-অফ খেলতে কোন দলের সামনে কী সমীকরণ পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সিরিজের মাঝপথে ছিটকে গেলেন দুই ভারতীয় তারকা ৮ জেলায় শৈত্যপ্রবাহ, রয়েছে বৃষ্টির আভাস আমিরাতে রোববার রাতে শবে মেরাজ সুদানে হাসপাতালে ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৬৭ দেশের প্রথম সেনাপ্রধান কে এম সফিউল্লাহ আর নেই মায়ের সামনে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ছেলেকে নি’র্যা’ত’ন সিলেটে গাড়ির মালিককে ছিনতাইকারী সাজিয়ে গ্রে’ফ’তা’র ৬ দিন থেকে কলেজছাত্রী নি*খোঁ*জ! সুনামগঞ্জে মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জে গাড়ি আটকিয়ে ডাকাতির চেষ্টা, আটক ৩




যুক্তরাজ্য নির্বাচনে বিজয়ী হলেন চার বঙ্গকন্যা

britain electino 20240705162723 - BD Sylhet News




মুহাম্মদ শাহেদ রাহমান, যুক্তরাজ্য থেকে : আবারও ব্রিটেনের হাউজ অব পার্লামেন্টের সাধারণ নির্বাচনে জয়ী হলেন চার বঙ্গ কন্যা। তারা হলেন- রোশনারা আলী, বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক, ড. রুপা হক ও আপসানা বেগম। তাদের ৪ জনকেই দেখা যেতে পারে মন্ত্রিসভায়।

বৃহস্পতিবার (৪ জুলাই) দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ব্রিটেনের হাউজ অব পার্লামেন্টের সাধারণ নির্বাচন।

সূত্র বলছে, লেবার পার্টি থেকে ১৫,৮৯৬ ভোট পেয়ে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী। টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে জিতেছেন তিনি। যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী।

অন্যদিকে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন। তার মোট ভোট সংখ্যা ছিল ২৩,৪৩২। নিকটতম প্রার্থী থেকে বিশাল ব্যবধানে জিতেছেন তিনি।

ড. রুপা হক চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন। আফসানা বেগম দ্বিতীয় মেয়াদে বিজয়ী হয়েছেন। লেবার পার্টির আপসানা বেগম মোট ১৮,৫৩৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গ্রিন পার্টির নাথালি সিলভিয়া বিনফাইট পেয়েছেন ৫,৯৭৫ ভোট। ।

তবে রোশনারা টিউলিপ এবং রুপা হক তার আগে ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এদের তিনজনের সবারই এই ক্যাবিনেটে মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (৫ জুলাই) নির্বাচনী ফল ঘোষণার পর দেখা যায়, রুশনারা আলী ১৫ হাজার ৮৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আজমল মাশরুর পেয়েছেন ১৪ হাজার ২০৭ ভোট।

লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে ২০১০ সাল থেকে এর আগে টানা চারবার এমপি নির্বাচিত হন তিনি। ২০১০ থেকে আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন পরে ২০১৩ সালের অক্টোবরে ছায়া শিক্ষা প্রতিমন্ত্রী নিযুক্ত হন রুশনারা আলী।

প্রসঙ্গত, যুক্তরাজ্যে ১৪ বছর শাসনের অবসান ঘটছে কনজারভেটিভ পার্টির। এখন পর্যন্ত নির্বাচনে প্রাপ্ত ফলের হিসাবে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি।

ব্রেক্সিট-পরবর্তী সময় থেকে ভঙ্গুর অর্থনীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অভিবাসন সমস্যাসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত যুক্তরাজ্যের বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগে গত ২২ মে আকস্মিক আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ২০১০ সাল থেকে টানা তিনবার ক্ষমতায় ছিল ঋষি সুনাকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD