রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন।
রবিবার (৩০ জুন) বিকেল ৪টায় সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল পাম্পের পূর্বে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নরসিংদী জেলার, সদর থানার কামারগাও গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী স্মৃতি আক্তার (২৫), এবং তার ছেলে সন্তান আব্দুল্লাহ (৭)
পুলিশ সূত্রে জানা গেছে, ড্রাইভারসহ সিএনজিতে ৭ জন ছিলেন।
দেলোয়ার হোসেন তার স্ত্রী ও সন্তান নিয়ে কোম্পানীগঞ্জ ঘুড়তে এসেছিলেন। সিলেট শহরে ফেরার পথে কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল নামক এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে স্মৃতি আক্তার ও তার ছেলে আব্দুল্লাহর মৃত্যু হয়। স্মৃতি আক্তারের স্বামী দেলোয়ার হোসেন’কে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য পাঠানো হয় ।
এসময় সিএনজি ড্রাইভারসহ বাকিদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উপস্থিত সময়ে তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন। ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দেলোয়ার হোসেনের স্ত্রী ও সন্তান মারা যান। প্রাথমিকভাবে জানা গেছে তারা পর্যটক ছিলেন। আহত সিএনজি ড্রাইভারসহ বাকিরা মেডিকেল চিকিৎসাধীন আছেন এবং ট্রাক ড্রাইভার’কে পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।