BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:১০
আজকের সর্বশেষ সবখবর

সেলিমের শারীরিক খোঁজ-খবর নিলেন এড. নাসির উদ্দিন খান


জুন ২৭, ২০২৪ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক: সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিম (ভিপি) ঢাকা থেকে চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন। এডভোকেট সালেহ আহমদ সেলিম এর সঙ্গে দেখা করে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকাল ৪ টায় এডভোকেট সালেহ আহমদ সেলিম এর বাসায় যান এডভোকেট নাসির উদ্দিন খান।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ শমশের জামাল, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ সহ নেতৃবৃন্দ।

এদিকে, গত রবিবার হৃদরোগ জনিত কারনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে থাকে সিলেট হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়।তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স এর মাধ্যমে ঢাকায় প্রেরণ করা হয়েছে। ঢাকায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা শেষে সিলেটের বাসায় ফিরেন গতকাল বুধবার। তিনি বর্তমানে নিজ বাসায় বিশ্রামে আছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।