শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৬:৩৩ পূর্বাহ্ন
বিডি সিলেট নিউজ ডেস্ক:: সিলেট সদরের খাদিমপাড়ায় রাস্তা নিয়ে সংঘর্ষে ৫জন গুরুতর আহত হয়েছেন।শনিবার সকালে ইউনিয়নের দাশপাপাড়া চকগ্রামে এ ঘটনা ঘটে। আহতদের ৩জনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।তারা হচ্ছেন-আমিন আহমদ (৩৫),মোমিন আহমদ (৪২) ও সালিক আহমদ (১৮)। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে, দাশপাড়া চকগ্রামের আমিন আহমদ পরিবারের সাথে রাস্তা নিয়ে একই গ্রামের শায়েস্তা মিয়াদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন। বিষয়টি সালিশে শেষ করতে ইউপি চেয়ারম্যানও মধ্যস্থতা করছিলেন।
মামলা ও মধ্যস্থতা চলাবস্থায় শনিবার (৩১অক্টোবর) সকালে শায়েস্তা মিয়া তার দলবল নিয়ে রাস্তা দখল করতে গেলে আমিন আহমদ ও তার স্বজনরা বাঁধা দেন। এক পর্যায়ে শায়েস্তারা দেশীয় অস্ত্র নিয়ে আমিনদের উপর হামলা চালালে আমি পরিবারের ৫জন আহত হন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা যায়।