শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে রয়েছে সাদা পাথর নামক পর্যটন কেন্দ্র। এখানে ছড়িয়ে ছিটিয়ে শুভ্র বিছানা সাজিয়ে আছে অসংখ্য সাদাপাথর। মাঝখানে স্বচ্ছ নীল জ্বল, চারদিকে ঘিরে আছে অসংখ্য অগণিত ছোট-বড় পাহাড়। পাহাড়ের! উপরে যেন আছড়ে পড়েছে মেঘ। এছাড়াও চারপাশে আছে সবুজ প্রকৃতি। অপূর্ব এ স্থানটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটক আনন্দ ভ্রমণ করতে আসেন। কিন্তু বেশ কিছুদিন ধরে রাতের আঁধারে চুরি হয়ে যাচ্ছে এখানকার সাদাপাথর।
প্রতিনিয়ত সাদাপাথর চুরি হওয়ার ফলে সৌন্দর্য হারাচ্ছে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা।
রবিবার (২৩ জুন) রাতে পাথর চুরির দায়ে ২ জনকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। রাত ১২টায় ধলাই নদীর পর্যটন এলাকা সাদা পাথর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন দক্ষিণ কলাবাড়ি গ্রামের সুরুজ আলী ও বাবুল মিয়া।
এ ঘটনায় সোমবার ৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে, সাদাপাথর চুরির বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ।
রোববার দিবাগত রাত ১২টায় কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদের নেতৃত্বে সাদাপাথর চুরির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এ সময় এসআই মঞ্জুর আহমদ, এএসআই বিজয়সহ সঙ্গীয় ফোর্স ধলাই নদীর গুচ্ছগ্রাম এলাকার ৫ পিলার নামক স্থানে অভিযান চালিয়ে পাথর বুঝাই নৌকাসহ দক্ষিণ কলাবাড়ি গ্রামের বশির মিয়ার ছেলে সুরুজ আলী ও আছদ্দর আলীর ছেলে বাবুল মিয়াকে আটক করেন।
এ সময় তাদের সাথে থাকা উত্তর রাজনগরের মতি মিয়ার ছেলে সুমন পালিয়ে যায়। নৌকা ও পাথর পুলিশ হেফাজতে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ঘাটে রাখা হয়েছে। এ ঘটনায় সুরুজ আলী, বাবুল মিয়া ও সুমনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ জানান, সাদাপাথর রক্ষায় আমাদের পুলিশ দিনরাত টহল দিচ্ছে। পাথর চুরি রোধে আমরা নিয়মিত অভিযান চালিয়ে মামলা দিচ্ছি। রবিবার রাতেও ২জনকে পাথর বুঝাই নৌকাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।