রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন
বিডি সিলেট:: সিলেট জেলার নতুন পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান বিপিএম (বার)। পুলিশ সুপার আবদুল মান্নান এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), কুমিল্লা জেলা পুলিশ সুপার কর্মরত ছিলেন। তার জন্মস্থান গাজীপুরে জেলার জয়দেবপুর । তিনি ২০০৬ সালে আগস্টের শেষের দিকে বিসিএস ২৫ ব্যাচে হিসেবে পুলিশে যোগদান করেন।
বর্তমান পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন পিপিএম কে বদলি করা হয়েছে। সিলেট থেকে বদলি করে ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার করা হয়েছে মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে। কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) কে নতুন সিলেট জেলা পুলিশ সুপার হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
এর আগে গত ২০২২ সালের ৩১ আগস্ট সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন যোগদান করেন।
রবিবার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে একযোগে সিলেট, সুনামগঞ্জ সহ ১৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। বদলি কার্যক্রম দ্রুত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।