শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন

শিরোনাম ::
সিলেট ওসমানী হাসপাতাল এলাকা থেকে বৃদ্ধ “নি খোঁ জ” বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের শনিবার সিলেটে ১০০ এলাকায় বিদ্যুৎ থাকবে না! বেকারত্বে ভেঙে পড়ছে বিপ্লবী ছাত্রদের স্বপ্ন উপদেষ্টারা কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে: আসিফ মাহমুদ যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের বিশ্বের প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইক উন্মোচন খালি পেটে গাজরের রস খাওয়ার উপকারিতা হবিগঞ্জে দেখা মিলেছে ভালুক, জনসাধারণ চলাচলে সতর্কতা জারি শাল্লায় রাস্তার কাজে লাখো মানুষের আনন্দের জোয়ার লিবিয়ায় ৪৫ লাখেও বাঁচানো গেল না রাকিবের প্রাণ উত্তম রিজিকের জন্য দোয়া ও করণীয় স্বামীকে নিয়ে তনির আবেগঘন স্ট্যাটাস বিজিবি-বিএসএফ শীর্ষ পর্যায়ের বৈঠক ফেব্রুয়ারিতে খুলনার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে সিলেট




নবীগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

441897855 344240135442576 7173902299460000020 n - BD Sylhet News




নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলার প্রশাসন অনুপম দাশ অনুপ।

শনিবার বিকেলে উপজেলার দিঘলবাক ইউনিয়নের গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যায় আশ্রয় নেওয়া ৬১টি পরিবারে শুকনো খাবার বিতরণ করা হয়।

এসময় প্রতি প্যাকেট ছিল ১০কেজি চাল, ১কেজি ডাল, লবন ১কেজি, চিনি ১কেজি তেল ১লিটার, মরিচের গুড়া ১০০ গ্রাম, হলুদের গুড়া ২০০গ্রাম, ধনিয়া গুড়া ১০০ গ্রাম, মোট ১৪ঃ ৪০ কেজি।

ত্রাণ বিতরণ শেষে জেলা প্রশাসক (রাজস্ব) প্রিয়াঙ্কা পাল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে হবিগঞ্জ জেলায় বন্যাদুর্গত হয়েছে এসব এলাকার কেউ অভূক্ত থাকবে না। আমাদের পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা রয়েছে। নিয়মিত ত্রাণ দেওয়া হচ্ছে। তিনি বলেন, আজ নবীগঞ্জ উপজেলার বন্যাদুর্গত ৬১ টি পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। আমাদের ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রিয়াঙ্কা পাল, উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপ ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার সহ স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আকুল মিয়া সহ এলাকার গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। এসময় বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বন্যা কবলিত পরিবারগুলোর খোজখবর নেয়া হয়।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD