রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম ::
মায়ের সামনে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ছেলেকে নি’র্যা’ত’ন সিলেটে গাড়ির মালিককে ছিনতাইকারী সাজিয়ে গ্রে’ফ’তা’র ৬ দিন থেকে কলেজছাত্রী নি*খোঁ*জ! সুনামগঞ্জে মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জে গাড়ি আটকিয়ে ডাকাতির চেষ্টা, আটক ৩ ডেনমার্কে প্রথমবারের মতো কোরআন অবমাননায় মামলা মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার আরবের জাতীয় সংগীতের সুর করবেন মার্কিন শিল্পী! সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি কিস ঢাবির ভ‌র্তি প‌রীক্ষায় ‘না‌তি-নাত‌নি’ কোটা বাদ সৌদি আরবে ২২ হাজার প্রবাসী গ্রেফতার চেয়ারম্যান-মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি সীমান্তে বিএসএফের গুলির ঘটনায় বিজিবির প্রতিবাদ মা-ছোট ভাইয়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা




সিলেটে অবিবাহিত পুরুষের হার সবচেয়ে বেশি

bieeee 20230906064049 - BD Sylhet News




বিডিসিলেট ডেস্ক : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩ অনুসারে, দেশে অবিবাহিত পুরুষের হার নারীর তুলনায় ৩৫ শতাংশ বেশি। গত বছরের ২১ মে থেকে ২২ জুন পর্যন্ত দেশের ১২ হাজারেরও বেশি এলাকার প্রায় ২ লাখ ৯৯ হাজার পরিবারের ওপর এই জরিপ পরিচালিত হয়।

গত ৫ জুন বিবিএসের ওয়েবসাইটে জরিপ প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, অবিবাহিত পুরুষের হার সবচেয়ে বেশি সিলেট বিভাগে, প্রায় ৪৫ শতাংশ। অন্যদিকে, রাজশাহী বিভাগে এই হার সবচেয়ে কম, ৩১ শতাংশ। সিলেট বিভাগে অবিবাহিত নারীর হার সবচেয়ে বেশি, প্রায় ৩২ শতাংশ। রাজশাহীতে এ হার সবচেয়ে কম, ১৮ শতাংশ।

এ ছাড়াও বিবিএসের তথ্য থেকে জানা যায়, পুরুষের একাধিক বিয়ে করার হারও বেশি। প্রায় ৪ শতাংশ পুরুষ একাধিকবার বিয়ে করেছেন, যেখানে নারীদের ক্ষেত্রে এই হার ১ শতাংশের বেশি। বিপত্নীক হিসেবে ১ শতাংশের কিছু বেশি পুরুষ একা জীবনযাপন করছেন, আর নারীদের মধ্যে প্রায় ৯ শতাংশ বিধবা হিসেবে জীবনযাপন করছেন।

জরিপে আরও বলা হয়েছে, দেশের মোট জনগোষ্ঠীর ৬৫ শতাংশ বিবাহিত। রাজশাহী বিভাগে বিবাহিতের হার সর্বোচ্চ ৬৯ শতাংশ, এবং সিলেট বিভাগে এই হার সর্বনিম্ন ৫৫ শতাংশ।

পরিবার প্রধানের দিক থেকে দেখা যায়, দেশের ৮৬ শতাংশ পরিবারের প্রধান পুরুষ। বিপরীতে, ১৪ শতাংশ পরিবারের প্রধান নারী। গ্রামের তুলনায় শহর এলাকায় নারীপ্রধান পরিবারের হার কিছুটা বেশি। বিভাগভিত্তিক পর্যালোচনায় দেখা গেছে, রংপুরে পুরুষপ্রধান পরিবারের হার সবচেয়ে বেশি (৯২ শতাংশ) এবং চট্টগ্রামে নারীপ্রধান পরিবারের হার সবচেয়ে বেশি (২৪ শতাংশ)।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD