রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
বিডি সিলেট ডেস্ক:: সিলেট-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সিলেট সফরে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুর ২টার দিকে সিলেট সদর উপজেলা পরিষদে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে সিলেট সিএমএইচে ভর্তি করানো হয়। পরে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের দিকে তাকে হেলিকপ্টার করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুজাত আলী রফিক বলেন, দুপুর ২টার দিকে উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভা চলাকালীন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
পরে তাকে সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টের সিএমএইচে ভর্তি করানো হয়। বিকেলে কিছুটা সুস্থ হয়ে উঠলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম বলেন, একটি অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেন।
তিনি এখন আশঙ্কামুক্ত। চেকআপের জন্য তাকে ঢাকা সিএমএইচে পাঠানো হয়।