BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৩
আজকের সর্বশেষ সবখবর

টিলাধসে স্বপরিবারে যুবদল নেতার মৃত্যুতে সিলেট যুবদলের শোক


জুন ১১, ২০২৪ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : ভারী বর্ষণে সিলেট নগরীর ৩৫নং ওয়ার্ডের মেজরটিলা চামেলিবাগ এলাকায় টিলাধসের মত মর্মান্তিক দুর্ঘটনায় যুবদল নেতা আগা করিম উদ্দিন স্ত্রী সন্তানসহ নিহত হওয়ায় উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ। মরহুমদের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

সোমবার (১০ জুন) ২০২৪ রাতে এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহম এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ৩৫নং ওয়ার্ড যুবদল নেতা আগা করিম উদ্দিনের স্বপরিবারের মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও বাকরুদ্ধ। করিম উদ্দিন যুবদলের সকল দলীয় কর্মসূচীতে সবসময় তৎপর ছিল। আল্লাহ পাক মরহুম আগা করিম উদ্দিন (৩১), তার স্ত্রী শাম্মী আক্তার রুজি (২৫) ও তাদের শিশু সন্তান নাফজি তানিমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।