রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন
বিডি সিলেট :: সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
রবিবার (৯ জুন) বিকাল ৪টার দিকে গোয়াইনঘাট থানাধীন ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের নয়াগ্রাম উত্তর গ্রামের সারীঘাট টু গোয়াইনঘাট গামী পাঁকা রাস্তার পাশে থাকা একটি গরু রশি ছিড়ে রাস্তার মধ্যখানে চলে আসলে যাত্রীবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। ঐ সময় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম পিপিএম সিলেট-০৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ এমপি প্রটোকল ডিউটিতে যাওয়ার পথে তিনি ঘটনাটি দেখে সাথে থাকা কনস্টেবল হাফিজুল ইসলাম সুহেল ও জসীম উদ্দিনকে উদ্ধার কাজে নিয়োজিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। তারা তাৎক্ষণিক স্থানীয় লোকজনদের সহায়তায় পুকুর থেকে আশংকাজনক অবস্থায় ২ জন সহ ১৩ জন যাত্রীকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
আহত অবস্থায় উদ্ধারকৃত ১৩ জন যাত্রীর মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন ১। আনতুলা বেগম(৭০), স্বামী- আব্দুল গফুর, ২। ফাহিমা বেগম(৪০), স্বামী- জাবেল মিয়া, ৩। হায়াতুন নেছা(৫০), স্বামী- অজ্ঞাত, ৪। সুমনা(৫০), স্বামী- আলমগীর, ৫। লিপা(১৯), পিতা- মোহাম্মদ আলী, ৬। নাজাম বেগম(৩০), স্বামী- হানিফ, ৭। মাশরাফি, পিতা- সোহেল, ৮। রুবিনা বেগম(৩০), স্বামী- মাহমুদ আলী, ৯। মজিবুর(২০), পিতা- আব্দুল মান্নান, ১০। আলমগীর(০৩), পিতা- হানিফ, ১১। জাবেদ(১০), পিতা- হানিফ, ১২। মাহা(০৫), পিতা- আলমগীর, ১৩। নিপা বেগম(০৩), পিতা- মোহাম্মদ আলী। আহত সবার বাড়ি গোয়াইনঘাট উপজেলার লামা সাতাইন গ্রামের বাসিন্দা।
এদিকে, দূর্ঘটনায় কবলিত হয়ে গরুটি মারা যায়।