রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন

শিরোনাম ::
মায়ের সামনে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ছেলেকে নি’র্যা’ত’ন সিলেটে গাড়ির মালিককে ছিনতাইকারী সাজিয়ে গ্রে’ফ’তা’র ৬ দিন থেকে কলেজছাত্রী নি*খোঁ*জ! সুনামগঞ্জে মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জে গাড়ি আটকিয়ে ডাকাতির চেষ্টা, আটক ৩ ডেনমার্কে প্রথমবারের মতো কোরআন অবমাননায় মামলা মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার আরবের জাতীয় সংগীতের সুর করবেন মার্কিন শিল্পী! সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি কিস ঢাবির ভ‌র্তি প‌রীক্ষায় ‘না‌তি-নাত‌নি’ কোটা বাদ সৌদি আরবে ২২ হাজার প্রবাসী গ্রেফতার চেয়ারম্যান-মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি সীমান্তে বিএসএফের গুলির ঘটনায় বিজিবির প্রতিবাদ মা-ছোট ভাইয়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা




ট্রাফিক সার্জেন্ট কর্তৃক ব্যাটারি চালিত যানবাহন শ্রমিক আহত করায় বিক্ষোভ

photo - BD Sylhet News




রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে ট্রাফিক সার্জেন্ট তানভীর কর্তৃক ব্যাটারি চালিত যানবাহন শ্রমিক মকু মিয়া ও বশির মিয়া কে হামলা করে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ৯ জুন রবিবার দুপুর ১২টায় আম্বরখানাস্থ সংগঠনের কার্যালয়ের সামনে জমায়েত শেষে মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে সামনে সমাবেশে মিলিত হয়। রিকশা -ব্যাটারি রিকশা -ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সহ-সভাপতি শহীদ মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের মহানগর শাখার উপদেষ্টা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর, মহানগর শাখার সহ-সভাপতি ইয়াছিন আহমদ, মনজুর আহমদ, ইউসুফ আলী, আকবর হোসেন, মিজান উদ্দিন,বাচ্চু মিয়া, এরশাদ আহমদ।ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন অভি ইসলাম,কপিল আহমদ, রমজান আলী, সামছুল আলম, মুন্না আহমদ, আলিমুদ্দিন,সাওন ইসলাম, মানিক আহমদ, প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর ব্যাটারি চালিত যানবাহন আটক-শ্রমিক হয়রানি-হামলা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। বক্তারা বলেন,গত ৭মে ট্রাফিক সার্জেন্ট তানভীর কর্তৃক ব্যাটারি চালিত যানবাহন শ্রমিক মকু মিয়া কে হামলা করে দাঁত ফেলে দেয়া এবং বশির মিয়া কে ধাওয়া করে ফেলে আহত করা চরম মানবাধিকার লঙ্ঘন। বক্তারা মকু মিয়া ও বশির মিয়া কে আহত করায় ট্রাফিক সার্জেন্ট তানভীরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেন।

বক্তারা অবিলম্বে বিআরটিএ কর্তৃক ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান, ব্যাটারি চালিত যানবাহন আটক-হয়রানি-
চাদাবাজি বন্ধের আহ্বান জানান।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD