BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৩
আজকের সর্বশেষ সবখবর

আমিরাতে প্রবাসীদের জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি


জুন ৪, ২০২৪ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আরব আমিরাত থেকে : সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় প্রবাসীদের সতর্ক করতে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

সোমবার (৩ জুন) কাউন্সেলর ও দূতালয় প্ৰধান মো. আশফাক হোসেইন স্বাক্ষরিত সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয, দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাতে ডেঙ্গু জ্বরের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিদের তাদের নিজ নিজ বসবাসের স্থান সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও জ্বরের লক্ষণ দেখামাত্র চিকিৎসকের পরামর্শ গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

এ ছাড়া, সংযুক্ত আরব আমিরাত সরকার কর্তৃক জারিকৃত সব নির্দেশনা সঠিকভাবে মেনে চলার জন্যও অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।