BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:৪৩
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে জাল ভোট দেওয়ায় যুবকের কারাদণ্ড


মে ২১, ২০২৪ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার দায়ে দুর্জয় কর্মকার (৩০) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ মে) সকাল ১০টার দিকে কামাইছড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নির্বাচনের দায়িত্বরত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডাদেশপ্রাপ্ত দুর্জয় কর্মকার বাহুবল উপজেলার প্রদীপ কর্মকারের ছেলে।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান জানান, কামাইছড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দিতে আসা দুর্জয়কে আটক করেন প্রিজাইডিং কর্মকর্তা রিংকু দাস। পরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন তাকে।

মঙ্গলবার দুপুরে বাহুবল মডেল থানা পুলিশ দুর্জয়কে জেলা কারাগারে পাঠায়।

এর আগে সকাল ৮টায় বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।