BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:০৭
আজকের সর্বশেষ সবখবর

নামাজে শেষ বৈঠকে তাশাহুদের পর ভুলে দাঁড়িয়ে গেলে করণীয়


মে ১৩, ২০২৪ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ইসলাম ডেস্ক : প্রশ্ন: ইমাম অথবা অন্য যে কেউ নামাজের শেষ বৈঠকে আত্যাহিয়্যাতু পড়ার পর যদি দাঁড়িয়ে যায় এবং পরক্ষণেই মনে হ‌ও‌য়ার সঙ্গে সঙ্গে বসে যায়। এই অবস্থায় নামাজের বাকী অংশটুকু কিভাবে পড়বে?

উত্তর: নামাজের আখেরি বৈঠক ফরজ। কেউ যদি আখেরি বৈঠকে তাশাহুদ পড়ে নেয় অথবা সেই পরিমাণ বসে থাকার পর ভুলে দাঁড়িয়ে যায় তাহলে তার জন্য করণীয় হলো, তৃতীয়/পঞ্চম রাকাতের সেজদার আগ পর্যন্ত স্মরণ হওয়া মাত্রই বসে পড়বে এবং সেজদা সাহু দিয়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে।

কিন্তু যদি তৃতীয় কিংবা পঞ্চম রাকাতের সেজদা করে নেয় তাহলে সঙ্গে আরো এক রাকাত মিলিয়ে চার/ছয় রাকাত পূর্ণ করতে হবে। তাহলে শেষ বৈঠকের আগের নামাজগুলো ফরজ এবং শেষের দুই রাকাত নফল হিসেবে গন্য হবে।

কিন্তু যদি ফরজ নামাজের আখেরি বৈঠক না করে কেউ এমনটি করে তাহলে তার পুরো নামাজই নফল হিসেবে গণ্য হবে। তাকে পুণরায় ফরজ নামাজ পড়তে হবে। প্রণিধানযোগ্য মতানুসারে ফজর এবং আসরের ক্ষেত্রেও একই বিধাণ প্রযোজ্য।

সূত্র: আদ দুররুল মুখতার (৮৭/২), আল ফাতাওয়া আল হিন্দিয়া (১২৯/১)

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।