BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১২:০৩
আজকের সর্বশেষ সবখবর

কুয়েতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার


মে ১১, ২০২৪ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

জিসান মাহমুদ, কুয়েত থেকে: কুয়েতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ৫ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অব সার্চ অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ।

স্থানীয় গণমাধ্যম আরব টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, গ্রেফতার বাংলাদেশিদের এর আগে বিভিন্ন অপরাধে কুয়েত থেকে দেশে পাঠানো হয়েছিল। কিন্তু তারা অবৈধভাবে ফের কুয়েতে প্রবেশ করে।

এই ৫ বাংলাদেশিকে কুয়েতের নির্মাণাধীন এলাকা আল-মুতলা এবং আল-খাইরান থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কুয়েতের তদন্ত বিভাগ। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।