স্পোর্টস ডেস্ক : চলতি বছরে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ। আছে তিন ফরম্যাটেরই খেলা। নভেম্বরে শুরু হতে যাওয়া সিরিজের সূচি প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে আগামী ২২ নভেম্বর। দুই দল দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে। এই সিরিজ চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।
সবশেষ ২০২২ সালের সফরের মতো এবারও টেস্ট দিয়ে দ্বিপক্ষীয় সিরিজ শুরু করবে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ হবে অ্যান্টিগা ও জ্যামাইকায়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ভেন্যু সেন্ট কিটস অ্যান্ড নেভিস। সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ গড়াবে সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনসে। টেস্ট সিরিজ শুরুর আগে অ্যান্টিগায় বাংলাদেশ একটি প্রস্তুতি ম্যাচেও অংশ নেবে।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর। জ্যামাইকার স্যাবাইনা পার্কে দ্বিতীয় টেস্ট গড়াবে ৩০ নভেম্বর। সেন্ট কিটস অ্যান্ড নেভিসে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ৮, ১০ ও ১২ ডিসেম্বর। আর সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনসে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর।