সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে ৮ বছরের শিশু সাকিবুল হত্যার ঘটনায় ২৩ দিন পর সন্দেহজনক ভাবে দুই নারীসহ ৫ জনকে আটক করা হয়েছে।
শনিবার (১১ মে) ভোর রাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদেরগাও গ্রাম থেকে তাদের আটক করে পুলিশ।
এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি জানান, উপজেলার মোদেরগাও গ্রামের মোশাররফ হোসেন খোকা (২১), তার পিতা আব্দুল লতিফ (৪৫) ও তার মা ফিরোজা খাতুন (৪০), মোছাঃ রাবেয়া বেগম (২৮) স্বামী হাবিবুর রহমান, মোশাহিদ আহমেদ (১৯) পিতা আব্দুল লতিফকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে তাহিরপুরের যাদুকাটা নদীর বালুর চড় থেকে এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে বালু চাপা দেয়া অবস্থায় শিশু সাকিবুল ইসলাম (৮) এর মরদেহ উদ্ধার করে পুলিশ। সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদেরগাও গ্রামের হারুন মিয়ার ছেলে।
স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার (১৭ এপ্রিল) শিশুটির মা স্কুলে না যাওয়ার কারনে বকা দিলে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এর পর সন্ধ্যা হলেও সে আর বাড়ি ফিরে নি। অনেক খুঁজাখুঁজির পরদিন বৃহস্পতিবার সকালে যাদুকাটা নদীর পাড়ে শিশুটির হাত দেখতে পায় এলাকার লোকজন। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনা স্থলে এসে সবার উপস্থিততে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। পরে জানাজা নামাজ শেষে দাপন করা হয়। তবে কে বা কারা আর কি কারনে তাকে হত্যা করে মাটি চাপা দেয়া হয়েছে তা কারন জানাযায় নি। এই ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করার পর থেকে তদন্ত চলছিল।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজিম উদ্দীন জানান, শিশু সাকিবুল হত্যার ঘটনায় সন্দেহজনক ভাবে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। তাদেরকে রিমান্ড চাওয়া হবে।