রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৭:১১ অপরাহ্ন
লাইফস্টাইল ডেস্ক : ফলের রস এখন রাস্তাঘাটেও বিক্রি হয়। আপাতদৃষ্টিতে এসব ফলের রস দেখতে বেশ স্বাস্থ্যকর হয়। কিন্তু জানেন কি, ফলের রস খাবার চেয়ে গোটা ফল খাওয়া ভালো?
ফাইবারের অনুপস্থিতি: যখনই আপনি দোকান থেকে ফলের রস কিনে খান তখন সেই ফলের রস তৈরি করার সময় চিনি ব্যবহার করা হয় যা একেবারেই উচিত নয় আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে। এছাড়া গোটা ফলে যে সমস্ত প্রয়োজনীয় ফাইবার থাকে, তা রস করার সময় নষ্ট হয়ে যায়, তাই ফলের রস খেলে ফলের গুণাগুন আপনি পাবেন না।
রক্তে শর্করার বৃদ্ধি: ফলের রস তৈরি করার সময় সোডা এবং চিনি ব্যবহার করা হয় যা আপনার রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। ফলের রস খাওয়ার পরিবর্তে যদি আপনি গোটা ফল খান তাহলে আপনার রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাবে না।
ওজন বৃদ্ধি: ফলের রস পান করলে অতিরিক্ত ক্যালরি আপনার শরীরে চলে যায়, যার ফলে আপনার ওজন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আপনি যদি গোটা ফল খান সেক্ষেত্রে ওজন বাড়ার সম্ভাবনা থাকে না।
পুষ্টিগুণের অনুপস্থিতি: ফলের মধ্যে যে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তা রস করার সময় নষ্ট হয়ে যায়। আপনি যদি ফলের পুষ্টিগুণ নিতে চান তাহলে গোটা ফল খাওয়াই ভালো।
দাঁত নষ্ট হয়ে যায়: ফলের রসে প্রাকৃতিক শর্করার উপস্থিতি থাকে ফলে আপনার দাঁত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনায় বেড়ে যায়। আপনি যদি গোটা ফল খান তাহলে আপনার দাঁতের ক্ষয় হবে না এবং আপনার দাঁত থাকবে অক্ষত।