বিডিসিলেট ডেস্ক : দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রহসনের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করায় বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাওসার খান ও কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল হেলালকে স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ আজ শনিবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
প্রহসনের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া ও সকল ধরনের প্রচার প্রচারণা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্য অনুরোধ সহ নির্দেশ প্রদান করা হলো। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগ ও প্রমান পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।
৭ জানুয়ারির প্রহসনের জাতীয় সংসদ নির্বাচন যেভাবে বর্জন করা হয়েছিল ঠিক সেভাবে প্রহসনের উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে দলীয় নেতাকর্মী ও সিলেট বাসীর সহযোগিতা কামনা করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।