BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৭
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত


এপ্রিল ৩০, ২০২৪ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে ধোপাগুল এলাকার লালবাগ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহত দুই যাত্রীকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুনু মিয়া। তিনি জানান, ঘটনার পর ট্রাকচালককে পালিয়েছেন। তবে ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে।

নিহতরা হলেন-গোয়াইনঘাট উপজেলার নোয়াগাঁওয়ের রফিক মিয়ার ছেলে তুহিন মিয়া (১৮) ও একই গ্রামের সিরাজ উদ্দিনের স্ত্রী সালেতুন্নেসা (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ দেড়টার দিকে লালবাগ নামক এলাকায় কোম্পানীগঞ্জগামী ট্রাকের সঙ্গে সিলেটগামী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে ও ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।