বিডিসিলেট প্রতিবেদক : সিলেট নগরীতে পবিত্র রমজান মাসেও থেমে নেই জুয়া খেলা। জুয়াড়িরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালিয়ে যাচ্ছে তাদের অপকর্ম। পুলিশও জুয়াড়িদের ধরতে নিয়মিত চালিয়ে যাচ্ছে অভিযান। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার দক্ষিণ সুরমার খোজারখলার এনাম মিয়ার কলোনিতে অভিযান চালায় সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ১০ জুয়াড়িকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, শাহান আলী (৩৭), মাসুদ মিয়া (৪০), মো. সাগর আহমদ (২৩), মো. নয়ন (২৭), ওবায়দুল হোসেন (৪০), মো. মাস্টার মিয়া (৪৫), মো. শাহীন আহমদ (২৮), মো. আলম (৩৫), মো. সনজু মিয়া (৫৫) ও মো. মোয়াজ্জেম হোসেন ।
বৃহস্পতিবার সকালে এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশের ওই কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।