রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ২৪৪ পিচ ভারতীয় থ্রী-পিচ জামা, ২৪০০ জোড়া পুথি ও পাথরের তৈরি কানের দুল উদ্ধারসহ দুইজন গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা নির্দেশনায় জেলাব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মাধবপুর থানা পুলিশের অভিযানে মাধবপুর পৌরসভাস্থ সড়ক ও জনপদের ডাক বাংলোর সামনে ঢাকা-সিলেট মহাসড়কের পূর্বপাশে এলাকায় বুধবার (৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টায় নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাগ পাঁচড়া গ্রামের আমিনুল হকের পুত্র সামছুদ্দিন (৪০), ও কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার শ্রীহাস্য গ্রামের মোঃ আবদুর রশিদের পুত্র মাইন উদ্দিন (৩৯) কে আটক করা হয়।
এসময় আটককৃত ব্যক্তিদের কাছ থেকে ১টি সাদা প্লাষ্টিকের বস্তার ভিতর ১৪৮ পিচ ভারতীয় বিভিন্ন রংয়ের নরমাল থ্রিপিচ, ১টি সাদা প্লাষ্টিকের বস্তার ভিতর ৪৮ পিচ ভারতীয় বিভিন্ন রংয়ের ক্যাটালগ থ্রিপিচ, ১টি পাটের চটের বস্তার ভিতর ৪৮ (আটচল্লিশ) পিচ ভারতীয় বিভিন্ন রংয়ের ক্যাটালগ থ্রিপিচ, ১টি সাদা প্লাষ্টিকের বস্তার ভিতর সাদা প্লাষ্টিকের ৫৬ বক্স পুথি ও পাথরের তৈরি এমিটিশনের কানের দুল। ১টি সাদা প্লাষ্টিকের বস্তার ভিতর সাদা প্লাষ্টিকের ৪৪ বক্স পুথি ও পাথরের তৈরি এমিটিশনের কানের দুল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রকিবুল ইসলাম খাঁন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আসামিদের আদালতের মাধ্যমে জেল কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন এজাহার ভুক্ত পলাতক দুইজন আসামীদের বিরুদ্ধে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে ।